শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় এসেছেন ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও

শাকিল খান | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০২

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত আলোচিত দাঈ ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ বিউটিফুল’।

গত বছর বাংলাদেশে অবস্থানের সময়কালে ওস্তাদ ইবিট লিও টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশু ও রেলস্টেশন কেন্দ্রিক অসহায়, সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। খাবার নিতে আসা সাধারণ মানুষদের সাথে কথাও বলেন তিনি।

ইবিট লিও দাতু ডা. হাজী মোহাম্মদ ফাদজিল্লাহ কামসাহ এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার। তিনি সকলের প্রেরণাদানকারী, ইসলাম আগামা, ইসলাম ইতু ইন্দাহ, উসরাহ নূরানী, এবং আইকেআইএম এবং সিনার রেডিওর নিয়মিত বক্তা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top