আল্লামা লুৎফর রহমান! একজন ইসলামিক স্কলার

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

আল্লামা লুৎফর রহমান একজন  জনপ্রিয় ইসলামিক বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন

তার বক্তৃতা শুনে ইসলাম গ্রহণ করেছেন দেশ-বিদেশের অসংখ্য অমুসলিম। ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে সৌদি আরব, কাতার, কুয়েত, জাপান ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেছেন এই ইসলামিক স্কলার। অসংখ্য ইসলামিক গ্রন্থ রচনা করেছেন আল্লামা লুৎফর রহমান.. যার মধ্যে অন্যতম.. আল-কোরআনের বিষয়ভিত্তিক অভিধান এবং ইসলামে চারিত্রিক পবিত্রতা ও সতীত্ব রক্ষার বিধান।

আল্লামা লুৎফর রহমান ১৯৪০ সালে লক্ষীপুর জেলার রামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আব্দুস সামাদ ছিলেন একজন স্বনামধন্য আলেম ও সমাজসেবক। পিতার হাত ধরেই তার ইসলামিক শিক্ষার হাতেখড়ি এরপর আলিয়া মাদরাসা থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পাশ করেন এই বক্তা। ইসলামিক শিক্ষার পাশাপাশি নবাব ফয়জুন্নেসা কলেজ থেকে ডিগ্রি পাশ করেন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  

তিনি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি ও সাংস্কৃতিক ভাষাসহ বহু ভাষায় পান্ডিত্য অর্জন করেন।

আল্লামা লুৎফর রহমান একটি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি একজন দানশীল ব্যক্তি । তিনি দেশে এবং বিদেশে অসংখ্য মসজিদ, মাদরাসা, এতিমখানাসহ ইসলামী পাঠাগার স্থাপন করেছেন।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কান্ট্রি চেয়াম্যানে হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে অসুস্থ অসংখ্য গুনের অধিকারী এই ইসলামিক স্কলার। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাওলানা লুৎফুর রহমান । বুকে ব্যথা অনুভব হলে তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয় পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ইসলামিক জনপ্রিয় বক্তা লুৎফর রহমানের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top