বিশেষ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে শবে বারত পালিত
রাশেদ রাসেল | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৬
হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খুলে দেন রহমতের দরজা। গতকাল দিবাগত রাত ছিল শবে বরাত।
শবে বরাতের রাতে নামাজ পড়তে মাগরিবের নামাজের পর থেকে ঢাকার মসজিদগুলোতে নামে মুসল্লিদের স্রোত। আল্লাহর নৈকট্যলাভ ও পাপ থেকে মুক্তির আশায় মুসল্লিরা মসজিদে মসজিদে স্রষ্টার ইবাদতে মশগুল হয়ে ছিলেন। কেউ জিকির-আযকার করছেন কেউবা নফল নামাজ বা কুরআন তিলাওয়াত করেছেন।
বিশেষ ইবাদত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে পাপমুক্তির আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর সাথে ইমাম সাহেবের ধর্মীয় বিশেষ বয়ন তো ছিলোই। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় করা হয়ে বিশেষ মোনাজাত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।