রমজান মাস পেয়েও যারা হতভাগা থেকে গেল?
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪, ১৮:০২
পবিত্র রমজানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত-বরকত অবতীর্ণ হয়। পক্ষান্তরে যারা এ মাস পেয়েও এর যথাযথ কদর করেনি, তাদের জন্য রয়েছে অভিশাপ। হাদিস শরিফে এমনটিই বর্ণিত আছে।
হজরত কা’ব বিন আজরাহ রা. বলেন, একদিন রাসূল সা. উপস্থিত সাহাবিদের উদ্দেশে বললেন, ‘তোমরা মিম্বরের কাছাকাছি এসে বসো’। সাহাবায়ে কেরাম সবাই কাছাকাছি হয়ে বসলে নবী সা. মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখেন এবং বলেন, ‘আমিন’। এরপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন এবং বলেন, ‘আমিন’। অনুরূপ তৃতীয় সিঁড়িতে পা রেখেও তিনি বলেন, ‘আমিন’।
বয়ান শেষে মিম্বর থেকে নবী সা. নেমে এলে কৌতূহলী হয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আপনাকে তো আগে কখনো এমন করতে দেখিনি।
তখন নবী সা. বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারেনি সে ধ্বংস হোক। তখন আমি বললাম, ‘আমিন’।
এরপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যার কাছে আপনার নাম পেশ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দরুদ পড়েনি, সে ধ্বংস হোক। তখনো আমি বললাম ‘আমিন’।
যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার মা-বাবার কাউকে তাদের বৃদ্ধাবস্থায় পেয়েছে, কিন্তু তাদের খেদমত, সেবা-যত্ন করে জান্নাতের মালিক হতে পারেনি, সেও ধ্বংস হোক। তখনো আমি বললাম, ‘আমিন’। (বায়হাকি-১৫৭২)
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।