পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর ধরে তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৬:৩৯
প্রায় ১৮ বছর ধরে কক্সবাজারের টেকনাফে খতম তারাবি পড়াচ্ছেন সেখানকার হ্নীয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। সেটাও কোনো হাদিয়া (বিনিময়) ছাড়া। নাম তার হাফেজ নুর কামাল।
নুর কামাল ২০০৪ সালে হাফেজি শেষ করার তিন বছর পর ২০০৭ সালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৯ সাল থেকে টেকনাফের হ্নীয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
ছাত্র রাজনীতি করার পাশাপাশি দাখিল, আলিম ও ফাজিল শেষ করে বর্তমানে কামিল পড়ছেন। একইসঙ্গে উখিয়ে কলেজে বাংলা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রও তিনি। পাশাপাশি একটি মাদরাসার পরিচালক এবং আছে ব্যবসা।
এ বিষয়ে নুর কামাল বলেছেন, রাজনীতির পাশাপাশি হালাল রোজগার, হালাল ইনকাম দিয়ে আমার জীবন অতিবাহিত করবো, এটাই আমার মূল উদ্দেশ্য। রাজনীতিবিদরা মাঠে-ময়দানে থাকে, আমি কীভাবে মসজিদে ইমামতি করবো, সেই বিষয় নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন উঠেছিল। তবে আমি সেগুলো তোয়াক্কা না করে, আমার মনোভাব এবং আমার ইচ্ছা যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য নিয়মিত রেখেছি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।