প্রতিদিন এক কাতারে হাজারো মানুষের ইফতার হাইকোর্ট মাজারে

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১১:৪৯

ছবি: সংগৃহীত

কেউ ধনী, কেউ গরিব। সেই পরিচয় ছাপিয়ে এখন তারা এক কাতারে। এখানে তাদের পরিচয় তারা রোজাদার। প্রতিদিন একসঙ্গে ইফতার করতে নানা জায়গা থেকে ছুটে আসেন তারা। ইফতারিতে সব পেশার মানুষের মহাসম্মিলন ঘটে এখানে।

হাইকোর্ট মাজার নামে পরিচিত সুপ্রিম কোর্ট মাজার ও মাজারের মসজিদে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ ইফতার করেন। প্রথম রোজা থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এ ইফতারির আয়োজন থাকে। ইফতারের আয়োজন করে মাজার ও মাজারের মসজিদ কর্তৃপক্ষ।

রমজান মাসে প্রতিদিনের ইফতারের চিত্রটা এমনই। পুরুষের পাশাপাশি নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিদিন গড়ে ৫০০ নারী এ ইফতারে অংশ নেন। তাদের সেবায় নিয়োজিত থাকেন মাজার ও মসজিদে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক। রয়েছেন খাদেম ও আনসার সদস্যরা।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top