রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পবিত্র লাইলাতুল কদর আজ

Nasir Uddin | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১০:৩২

ফাইল ছবি

আজ ২৬ তম রোজা শেষ হচ্ছে। সেই হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রজনী। মহাগ্রন্থ আল কোরআনে যে রাতকে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। মহা মহিমান্বিত এই রাত মুমিন মুসলমানের জন্য আল্লাহপ্রদত্ত সেরা নেয়ামত।

‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।

এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্র্নিধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।

ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মহিমান্বিত এ রাতটির ব্যাপক প্রভাব রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায়। পবিত্র রমজান মাসের প্রতি মুহূর্তেই মহান আল্লাহতায়ালার রহমত বর্ষিত হতে থাকে। তবে সবচেয়ে বেশি রহমতের কথা বলা হয়েছে রমজানের শেষ দশ দিনে।

সহিহ বোখারির বর্ণনায় আছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, ‘রমজানের শেষ দশ দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম (সা.) আরও বেশি ইবাদতে নিমগ্ন হতেন এবং নিজের পরিবারবর্গকেও বেশি বেশি ইবাদত করতে বলতেন।’

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র শবেকদর পালন করবেন।

মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এ ছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top