শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

দুর্গাপূজায় টানা ছুটি: চাকরিজীবী ৩ দিন, শিক্ষার্থী ১২ দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর ছুটি, এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি— মিলিয়ে মোট তিন দিন।

কিন্তু শিক্ষার্থীদের জন্য আরও বড় খবর! মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির মধ্যে থাকবে দুর্গাপূজা ছাড়াও— ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা আর লক্ষ্মীপূজা।

বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি নির্ধারণ করবে তাদের নিজস্ব সিন্ডিকেট সভায়। তবে শিক্ষার্থীদের বাড়তি পাওনা— ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি আর ৬ অক্টোবরের ঐচ্ছ্বিক ছুটি মিলিয়ে ছুটির আনন্দ আরও দীর্ঘ হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top