জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে ২০২৬ সালে রমজানের সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৬:২২

পবিত্র রমজান মাস কবে শুরু হচ্ছে? সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব বলছে, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এর মানে আমরা রমজান মাস থেকে আর মাত্র ১৩৮ দিন দূরে আছি।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে। কিন্তু ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব। তাই ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির ওপর নির্ভরশীল।
আবুধাবিতে রোজার সময়কাল শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে, যা মাসের শেষের দিকে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুরুর দিকে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ সেলসিয়াস, কিন্তু মাসের শেষে তা ১৯ থেকে ৩২ সেলসিয়াসে উন্নীত হতে পারে।
আল জারওয়ান আরও জানিয়েছেন, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে, যা এই অঞ্চলের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।