শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

এক সপ্তাহে হারামাইন শরীফাইনে আগত মুসল্লি ১কোটি ৩৫ লাখ ছাড়িয়ে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:১৮

সংগৃহীত

‎মাত্র এক সপ্তাহে সৌদি আরবের দুই পবিত্র মসজিদ—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২৫৮ জনে পৌঁছেছে। এই পরিসংখ্যান প্রকাশ করেছে দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি।

‎প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ রবিউস সানি তারিখের মধ্যে কেবল মসজিদুল হারামেই নামাজ আদায় করেছেন ৪৬ লাখ ৮১ হাজারের বেশি মুসল্লি। এদের মধ্যে ২৩ হাজার ৯৯৪ জন পবিত্র কাবা শরীফ ঘিরে অবস্থিত মাতাফের ভেতরে নামাজ আদায়ের সুযোগ পান।

‎একই সময়ে ওমরাহ পালন করেছেন ২৭ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।

‎অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ৫১ লাখ ৬৮ হাজার ৭৬৪ জন মুসল্লি। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৯৫৮ জন সরাসরি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজায় নামাজ আদায় করেন।

‎এছাড়া নবীজির রওজা মোবারকে এবং তার দুই সাহাবি আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর রওজায় সালাম জানান আরও ৫ লাখ ২৩ হাজার ৯৭৯ জন ভক্ত মুসল্লি।

‎দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানায়, আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের সংখ্যা নিরীক্ষণের জন্য মসজিদের প্রবেশপথে আধুনিক সেন্সরভিত্তিক রিয়েল-টাইম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি জনসমাগমের প্রবাহ নিয়ন্ত্রণ, পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনে কার্যকর ভূমিকা রাখছে।

‎প্রেসিডেন্সির বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসল্লি ও হাজিদের জন্য আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই পরিসংখ্যান আবারও প্রমাণ করে, দুই পবিত্র মসজিদ ঘিরে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর অগাধ ভালোবাসা ও আধ্যাত্মিক টান এখনো অটুট রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top