নবীজি (সা.) নিয়মিত কালোজিরা কেনো ব্যবহার করতেন?
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:০৯
নবীজি মুহাম্মদ (সা.) কালোজিরাকে “মৃত্যু ছাড়া সব রোগের আরোগ্য” হিসেবে বর্ণনা করেছেন। চিকিৎসাবিজ্ঞানে এর নাম Nigella sativa, আরবিতে হাব্বাতুস সাওদা (الحَبَّةُ السَّوْدَاءُ)। সহিহ বুখারি ও মুসলিম হাদিসে এসেছে, “কালোজিরা খাও, এতে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় আছে।”
কোরআনে যদিও সরাসরি কালোজিরার নাম নেই, আল্লাহ বলেছেন, “আমি প্রতিটি রোগের জন্য নিরাময় সৃষ্টি করেছি।” (সুরা শু‘আরা, আয়াত: ৮০)।
নবীজি (সা.) নিয়মিত কালোজিরা ব্যবহার করতেন। এটি ছিল তার ঘরোয়া চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। গবেষণায় দেখা গেছে, কালোজিরা শুধু প্রাকৃতিক প্রতিষেধক নয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহ কমায়, ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং শ্বাসযন্ত্রের রোগেও কার্যকর।
খাওয়ার নিয়ম:
সকালে খালি পেটে আধা চা–চামচ কালোজিরা।
মধুর সঙ্গে মিশিয়ে খেলে বেশি উপকার।
ঠান্ডা বা সর্দিতে গরম পানিতে কয়েক ফোঁটা কালোজিরার তেল ব্যবহার।
গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগী অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।
কালোজিরা নবীজির (সা.) শিক্ষা ও আধুনিক বৈজ্ঞানিক সত্যের এক উজ্জ্বল মিলনবিন্দু। প্রকৃতির এই অলৌকিক বীজ মানুষের দেহ, মন ও আত্মাকে শক্তিশালী করতে সক্ষম।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।