সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি: জনগণকে সঠিক দ্বীনী দিকনির্দেশনা দেওয়াই প্রধান লক্ষ্য

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৫৪

সংগৃহীত

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ও স্থায়ী ফতোয়া কমিটির প্রধান শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযান বলেছেন, সিনিয়র ওলামা পরিষদ ও ফতোয়া কমিটি জনগণকে সঠিক দ্বীনী দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, রোববার (২৬ অক্টোবর) শায়খ ড. সালেহ একটি বক্তব্যে পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশ-শায়খের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তিনি বলেন, শায়খ আবদুল আজিজ সবসময় এই মর্যাদাপূর্ণ দায়িত্বের যথার্থতা রক্ষা করেছেন এবং আমরা তার মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করছি।

একই সঙ্গে সৌদি আরবের রাজকীয় ফরমানে শায়খ ড. ফাহাদ বিন সাদ আল-মাজিদকে সিনিয়র ওলামা পরিষদের মহাসচিব এবং গ্র্যান্ড মুফতির কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পর তিনি খাদেমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়েছেন, ফতোয়া ও গবেষণা কমিটি তার সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগিয়ে ধর্মীয় দিকনির্দেশনা এবং গবেষণার কাজ আরও শক্তিশালী করবে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top