প্রস্রাবের পর শুধু টিস্যু ব্যবহার করলে নামাজ হবে কি?—জানালেন মুফতি ইয়াহইয়া শহিদ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:২৯
ইসলামে নামাজ হলো ইবাদতের শ্রেষ্ঠ রূপ। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদতের জন্য। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
“আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।” (সুরা ত্বহা : ১৪)
আরেক আয়াতে বলা হয়েছে—
“তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজ কায়েম কর। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।” (সুরা বনি ইসরাঈল : ৭৮)
রাব্বুল আলামিন আরও বলেন—
“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সুরা আনকাবুত : ৪৫)
অর্থাৎ, প্রকৃত নামাজি সব ধরনের অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে দূরে রাখেন।
তবে অনেকের মনে প্রশ্ন থাকে—প্রস্রাবের পর শুধু টিস্যু ব্যবহার করে পানি ছাড়া অজু ও নামাজ পড়লে তা গ্রহণযোগ্য হবে কি না?
এ বিষয়ে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন,
“প্রস্রাব করার পর ভালোভাবে টিস্যু ব্যবহার করলেই পবিত্রতা অর্জিত হয়। পানি ব্যবহার করা জরুরি নয়। পানি থাকা সত্ত্বেও কেউ যদি শুধু টিস্যু ব্যবহার করে, তাহলেও তার অজু ও নামাজ শুদ্ধ হবে।”
তবে তিনি আরও বলেন,
“প্রস্রাবের পর টিস্যু ব্যবহারের পাশাপাশি সুযোগ থাকলে পানিও ব্যবহার করা উত্তম। এতে ভালোভাবে পবিত্রতা অর্জন করা যায়। আল্লাহ তায়ালা অধিক পবিত্রতা পছন্দ করেন।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।