মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

পটুয়াখালী কলাপাড়া ও কুয়াকাটায় আজ অনুষ্ঠিত হবে রাস পূজা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৬:০৮

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা এলাকায় আজ, ৪ নভেম্বর হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা উদযাপিত হবে। উৎসবকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাতভর চলবে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ এবং মহানাম কীর্তন।

পুণ্যার্থীরা ইতোমধ্যেই কুয়াকাটা সৈকতে আগমন শুরু করেছেন। উৎসব বুধবার ভোরে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হলেও কলাপাড়ায় রাস মেলা পাঁচদিন ধরে চলবে। মন্দির প্রাঙ্গণে বসেছে শতাধিক দোকান, যেখানে পাওয়া যাবে পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রী।

উৎসবের মাধ্যমে ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ—এই বিশ্বাসে হাজির হবেন হাজার হাজার পূণ্যার্থী।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top