বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

কোরআন তিলাওয়াত চালিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত থাকা কি জায়েজ?

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

সংগৃহীত

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কোরআন তিলাওয়াত শোনা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। মোবাইল, কম্পিউটার কিংবা সাউন্ড সিস্টেমে এখন সহজেই কোরআনের অডিও চালানো যায়। অনেকেই ঘরে, অফিসে বা কর্মব্যস্ততার মধ্যেও ব্যাকগ্রাউন্ডে কোরআনের তিলাওয়াত চালিয়ে রাখেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তেলাওয়াত চললেও মনোযোগ থাকে না— কেউ রান্নায় ব্যস্ত, কেউ অফিসের কাজে, আবার কেউ কেবল অভ্যাসবশত চালিয়ে রাখেন। ফলে প্রশ্ন ওঠে, ইসলামি শরিয়তের দৃষ্টিতে এমনভাবে কোরআন তিলাওয়াত চালিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত থাকা কতটা গ্রহণযোগ্য?

এ বিষয়ে ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার–এর এক বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের কাজ শরিয়তসম্মত নয়। কোরআন তিলাওয়াত শোনা একটি স্বতন্ত্র ইবাদত। আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেছেন—

“যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়।”

(সুরা আল-আরাফ : ২০৪)

এই আয়াতের আলোকে আলেমগণ বলেন, তিলাওয়াতের সময় মনোযোগ দেওয়া এবং চুপ থাকা ফরজ আদবের অন্তর্ভুক্ত। কেউ যদি কোরআন তিলাওয়াত চলার সময় অন্য কাজে ব্যস্ত থাকে, তাহলে সে আয়াতটির নির্দেশনার পরিপন্থী কাজ করে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও কোরআন শ্রবণে গভীর মনোযোগ দিতেন। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন— নবী করিম (সা.) তাঁকে বলেছিলেন, “আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাও।” ইবনে মাসউদ (রা.) বিস্মিত হয়ে বললেন, “আপনার ওপরই তো কোরআন নাজিল হয়েছে!” নবীজী (সা.) উত্তর দিলেন, “আমি অন্যের কাছ থেকে তিলাওয়াত শুনতে ভালোবাসি।” তিনি যখন সুরা নিসা পাঠ করছিলেন এবং “যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব এবং আপনাকে আনব তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে” আয়াতে পৌঁছালেন, নবীজী (সা.) বললেন, “থামো।” এরপর দেখা যায়, তাঁর চোখ বেয়ে অশ্রু ঝরছে। (বোখারি : ৪৫৮২)

উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন, কোরআন তিলাওয়াত হচ্ছে অথচ কেউ মনোযোগ না দিয়ে অন্য কাজে লিপ্ত থাকে— এটি কোরআনের আদববিরুদ্ধ। তাই কোরআন শোনার সময় মনোযোগী হওয়া জরুরি। আর যদি কাজের সময় কিছু শোনার ইচ্ছা থাকে, তবে শরিয়তসম্মত নাশিদ বা গজল শোনা যেতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top