বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কর্মশালা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:১০

সংগৃহীত

রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ উদ্দেশ্যে আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সংস্থার নিজস্ব অডিটরিয়ামে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের দাওয়াহ ও গবেষণা বিভাগের প্রধান আবুল কাসেম আদিল কালবেলা জানান, কর্মশালায় রিকশাচালকদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব, সামাজিক আচরণ, রাস্তায় নিরাপত্তা, ট্রাফিক আইন এবং স্বাস্থ্যঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সেশনগুলো পরিচালনা করবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রশিক্ষকরা।

প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, যিনি রিকশাচালকদের আচার-আচরণ ও পারিবারিক দায়িত্বশীলতার বিষয়ে দিকনির্দেশনা দেবেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। স্বাস্থ্যঝুঁকি ও করণীয় বিষয়ে আলোচনা করবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন। এছাড়া, স্বল্প আয়ে সংসার পরিচালনা ও আর্থিক শৃঙ্খলার প্রশিক্ষণ দেবেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহম্মেদ।

কর্মশালার শেষপর্বে প্রত্যেক অংশগ্রহণকারীকে টি-শার্ট ও শীতের হুডি দেওয়া হবে। এছাড়া, জীবনমান উন্নয়নে অগ্রণী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে ওমরায় পাঠানোর ঘোষণা দেওয়া হবে।

ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, ৭০০ আসনবিশিষ্ট এ অডিটরিয়ামে বছরজুড়ে বিভিন্ন পেশাজীবীদের জন্য ধারাবাহিকভাবে দাওয়াহ, মোটিভেশন ও জীবনমান উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করা হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষের জন্য পৃথক কর্মসূচিও নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top