২০২৬ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পর্ব, যা পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারীরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এ পর্ব পরিচালনা করবেন তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা।
ইজতেমা মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বের আয়োজকরা ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে মাঠটি ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটির কাছে হস্তান্তর করবেন। দ্বিতীয় পর্ব শেষে একই কমিটির নিকট চূড়ান্তভাবে মাঠ বুঝিয়ে দেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।