বৃক্ষরাজি ও ফলমূল: আল্লাহর অপরিসীম দান
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫
বৃক্ষরাজি আল্লাহর সৃষ্টির শৈল্পিক নৈপুণ্য এবং উদ্ভিদের বৈচিত্র্যময়তা প্রকাশ করে। কোরআনের আলোকে দেখা যায়, একই মাটি ও পানিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়, যা মানুষের ও প্রাণিকুলের জীবনোপকরণে আল্লাহর বিশাল অনুগ্রহের নিদর্শন। আল্লাহ বলেন, মানুষের খাদ্য, শস্য, আঙুর, শাক-সবজি, জয়তুন, খর্জূর ও ঘন পল্লবিত উদ্যানসহ অন্যান্য ফলমূল তাঁর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে (সুরা আবাসা: ২৪-৩২)।
বৃক্ষরাজি ও প্রাণিজগত একে অপরের ওপর নির্ভরশীল। বৃক্ষহ্রাসের ফলে অক্সিজেনের অভাবে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করেছেন এবং সৃষ্টি করা প্রতিটি কিছু মানুষের কল্যাণে সাজিয়েছেন (সুরা আলা: ২-৫)।
ফলমূল আল্লাহর বিশেষ দান। শস্যবীজ এবং ফল-ফসল মানুষের জীবিকা ও পুষ্টির উৎস। কোরআনে বলা হয়েছে, মানুষ নিজে শস্য উৎপন্ন করতে পারে না; বরং আল্লাহই তা উৎপন্ন করেন (সুরা ওয়াকিআ: ৬৩-৬৭)। এছাড়া বৃক্ষরাজি আল্লাহর তাসবিহ ও সিজদা করে, যা মানবজাতির জন্য শিক্ষণীয় বার্তা (সুরা হজ: ১৮)।
কোরআনে জান্নাতের বর্ণনায়ও ফলমূলের ব্যাপক উল্লেখ আছে। সেখানে ডানপাশের দল কাঁটাবিহীন কুলগাছ, কাঁদিভরা কলাগাছ ও প্রচুর ফলমূলের ছায়ায় উপভোগ করবে (সুরা ওয়াকিআ: ২৭-৩৩)। বর্ষণ ও বৃষ্টির মাধ্যমে আল্লাহ শস্য ও ফল উৎপন্ন করেন, যা মানুষের রিজিক হিসেবে প্রয়োজনীয় (সুরা নাবা: ১৪-১৬, সুরা মুমিনুন: ১৮-২০)।
বৃক্ষ নিধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ ও প্রাণিজগতের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ। যারা নির্বিচারে বৃক্ষ নিধন করে, তারা আল্লাহর ক্রোধের শিকার হবে (সুরা বাকারা: ২০৫)। আল্লাহ বৃক্ষ, উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদ পরিমিতভাবে সৃষ্টি করেছেন, যা মানুষের শিক্ষা ও কল্যাণের জন্য (সুরা হিজর: ১৯, সুরা কাফ: ৭-১১)।
বৃক্ষপূজা কুসংস্কারমূলক এবং ইসলামে নিষিদ্ধ। কোরআনে বলা হয়েছে, উদ্ভিদ নিজেই আল্লাহর উদ্দেশ্যে সিজদাবনত থাকে, তাই মানুষের পক্ষে এদের উপাসনা করা যৌক্তিক নয় (সুরা আর-রহমান: ৬)।
সাহাবায়ে কেরামও হোনায়েন যুদ্ধে যাত্রাপথে বৃক্ষপূজার কুসংস্কারের সঙ্গে যুক্ত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন, পূর্বপুরুষদের মতো কোনো বৃক্ষ বা বস্তুকে উপাস্য করা ইসলামে গ্রহণযোগ্য নয় (তিরমিজি, হাদিস: ২১৮০)।
সংক্ষেপে, বৃক্ষরাজি শুধু আল্লাহর সৃষ্টির অনন্য নিদর্শন নয়, এটি মানুষের জীবন ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য। ফলে বৃক্ষ সংরক্ষণ ও বৃক্ষপূজা বর্জন আমাদের দায়িত্ব ও সতর্কতার বিষয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।