মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

দৈনন্দিন আমলের মাধ্যমে আল্লাহর অবারিত ক্ষমা লাভের সুযোগ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৭

সংগৃহীত

ইসলাম মানুষকে প্রতিদিনের আমলের মাধ্যমে আল্লাহর অবারিত ক্ষমা লাভের সুযোগ দেয়। অজু, নামাজ, জিকির ও দোয়া—এসব প্রতিটি আমলে পাপ মোচনের ঘোষণা রয়েছে। তবে অনেকেই অবহেলা ও গাফিলতির কারণে এই সুযোগ কাজে লাগাতে পারছেন না।

বিশেষ করে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য পাঁচবার ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ নিয়ে আসে।

১. অজুর মাধ্যমে পাপ মুক্তি: হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, অজুর সময় মুখ, হাত ও পা ধৌত করার মাধ্যমে সকল গুনাহ ঝরে যায় (সহিহ মুসলিম)।

২. মসজিদগামী পথে সওয়াব: হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) জানান, সুন্দরভাবে অজু করে মসজিদগামী হলে প্রতিটি পদক্ষেপে আল্লাহ একজন বান্দাকে সওয়াব, মর্যাদা ও গুনাহমুক্তি দান করেন (সহিহ মুসলিম)।

৩. পাঁচ ওয়াক্ত নামাজে গুনাহ মাফ: হজরত সালমান ফারসী (রা.)-এর উল্লেখ অনুযায়ী, একজন মুসলিম অজু করে নামাজ আদায় করলে তার গুনাহগুলো পাতার মতো ঝরে পড়ে (মুসনাদে আহমাদ)।

৪. ফরজ নামাজের পর জিকিরে সীমাহীন পুরস্কার: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রতি ফরজ নামাজের পর নির্দিষ্ট জিকিরের মাধ্যমে গুনাহগুলো অসংখ্য হলেও ক্ষমা হয়ে যায় (সহিহ মুসলিম)।

৫. অজুর পর দুই রাকাত নামাজে অতীত গুনাহ মাফ: উসমান (রা.) থেকে বর্ণিত, সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করলে দুনিয়ার কোনো চিন্তা না করলেও পূর্ববর্তী সমস্ত ছোট গুনাহ মাফ হয়ে যায় (বুখারি)।

সংক্ষেপে, ইসলামে ক্ষমা লাভের পথকে সহজ করে দেয়া হয়েছে। প্রতিদিনের অজু, নামাজ ও জিকিরকে সঠিকভাবে পালন করে একজন মুসলিম আল্লাহর অবারিত দয়া ও ক্ষমা লাভ করতে পারেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top