সবার আগে জান্নাতে প্রবেশ করবেন যে নারী
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭
ইসলামের শিক্ষায় জান্নাত হলো মুমিনদের চিরস্থায়ী আবাস। দুনিয়ার জীবনকাল শেষ হলে আল্লাহ তায়ালা তাঁর ইচ্ছানুসারে মানুষকে জান্নাতে পাঠাবেন। তবে এটি শুধুমাত্র আল্লাহর নির্দেশিত পথ মেনে চলা মুমিনদের জন্যই সম্ভব।
হাদিসের বর্ণনা অনুযায়ী, কিয়ামতের দিনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। হজরত আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) জান্নাতের দরজায় এসে খাজাঞ্চির কাছে অনুমতি চাইবেন। খাজাঞ্চি নাম ধরে তাকে জানাবেন যে, দরজা শুধুমাত্র তাঁর জন্য খোলা হবে। অন্য হাদিসে বলা হয়েছে, নবী (সা.) প্রবেশ করার আগে জান্নাত নবীদের জন্যও হারাম।
নারীদের মধ্যে সর্বোত্তম এবং বিশেষ মর্যাদাপূর্ণ ব্যক্তিদের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.), হজরত ফাতিমা (রা.), হজরত মারিয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। হাদিসে বলা হয়েছে, নারীদের সর্দার হবেন এই চারজন।
কিছু বর্ণনা অনুযায়ী নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হজরত ফাতিমা (রা.)। এছাড়া একটি হাদিসে উল্লেখ আছে, এক মহিলা জান্নাতে প্রবেশের সময় নবীর (সা.) সঙ্গে প্রতিযোগিতা করবে। তিনি বলবেন, তিনি সেই মহিলা, যিনি নিজের সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করেননি।
এই হাদিসসমূহ থেকে স্পষ্ট হয়ে যায়, জান্নাতে প্রবেশের মর্যাদা এবং স্থান আল্লাহর বিধান এবং ব্যক্তি জীবনের আমল ও সততার উপর নির্ভর করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।