সৌদিতে হজ ও ওমরাহর সময় শিশুদের নিরাপত্তায় নতুন উদ্যোগ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১২
হজ ও ওমরাহর সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববিতে শিশুদের জন্য চালু হয়েছে পরিচয়সংবলিত নিরাপত্তা ব্রেসলেট।
হজ বা ওমরাহ পালনকারীদের শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে, যাতে থাকবে অভিভাবকের নাম ও যোগাযোগের তথ্য। কোনো শিশু হারিয়ে গেলে বা দল থেকে বিচ্ছিন্ন হলে দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওমরাহ পালনকারীদের জন্য কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহাদ গেটসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে ইতিমধ্যেই ব্রেসলেট বিতরণ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিভাবকদের তথ্য নিবন্ধনে সহায়তা করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও ওমরাহ মৌসুমে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন। এই উদ্যোগের ফলে অভিভাবকরা আরও নিশ্চিন্তে ইবাদত করতে পারবেন এবং পবিত্র স্থানগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
সূত্র: গালফ নিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।