সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ইসলামিক ফাউন্ডেশনের তিন মাস মেয়াদি আরবি ভাষা শিক্ষা কোর্স উদ্বোধন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৬

সংগৃহীত

মৌলিক ও ব্যবহারিক আরবি শেখার লক্ষ্যে তিন মাস মেয়াদি আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের কার্যালয়ে এ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমানসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, আরবি ভাষা শিক্ষা কোর্সটি সবার জন্য উন্মুক্ত। কোর্সে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/দাখিল বা সমমান নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে তিন দিন বিকেল ৫টা থেকে বায়তুল মোকাররম কমপ্লেক্সে ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

জানা গেছে, বর্তমান ব্যাচের পর পরবর্তী ব্যাচ আগামী এপ্রিল মাসে শুরু হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top