ইউরোর ফাইনালে ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ১৭:৫৫

ইউরোর ফাইনালে ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড

ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠে ইতালি। এবার দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলো ইংল্যান্ড।

আগামী ১১ জুলাই দিবাগত রাত ১ টায় হবে টুর্নামেন্টটির ফাইনালে ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচের ৩০ মিনিটে মিক্কেল দামসগার্ডের গোলে লিড পায় ডেনিশরা। কিন্তু লিড পাওয়ার স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারল না ডেনমার্ক। ম্যাচের ৩৯ মিনিটে সিমোন শ্যারের আত্মঘাতী গোলে ইংল্যান্ড সমতা ফেরালে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় ডেনমার্ককে। যার ফলে প্রথমার্ধ ১-১ গোলের সমতা নিয়ে শেষ করেছে ইংল্যান্ড ও ডেনমার্ক।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে দুই দল। একের পর চেষ্টা চালিয়ে যায় গোলের জন্য। তবে সব চেষ্টাই ব্যর্থ হয় দুই দলের।

দ্বিতীয়ার্ধে কোন গোলের দেখাই পায়নি ইংল্যান্ড ও ডেনমার্ক। যার ফলে নির্ধারিত ৯০ মিনিটে কোন ফলাফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ২০০০ সালের পর থেকে এই প্রথমবার ইউরোর দু'টি সেমিফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে আক্রমণে যায় হ্যারি কেনের কিন্তু ডেনমার্কের গোলকিপার ক্যাসপা ভালো ভাবেই হ্যারিকে প্রতিহত করেন। এদিকে ৯৫ মিনিটে রাইস ও মাউন্টকে তুলে নিয়ে হেনডারসন ও ফডেনকে মাঠে নামায় ইংল্যান্ড। পরে ৯৮ মিনিটে আক্রমণে যায় ইংল্যান্ডের স্টার্লিংয়। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

১০২ মিনিটের মাথায় নিজেদের বক্সে স্টার্লিংকে ফাউল করে বসেন মাহলে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি উপহার দেন ইংল্যান্ডকে। পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। যার ফলে ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ডেনিশরা। যার ফলে ফানাইলে উঠলো ইংল্যান্ড।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top