মস্তিস্ক দান করছেন স্টিভ থম্পসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

মস্তিস্ক দান করছেন স্টিভ থম্পসন

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী রাগবি খেলোয়াড় স্টিভ থম্পসন স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া রোগে ভুগছেন। থম্পসন তার মস্তিষ্কটি দান করেছেন ‘দি কানকাশন লিগাসি প্রজেক্ট’ এর ‘ব্রেন ব্যাঙ্কে’।

জানা গেছে, প্রজেক্টটি থম্পসনের মস্তিষ্ক পরীক্ষা-নিরীক্ষা করবে। থম্পসনের মৃত্যুর পর গবেষণাগারে পরীক্ষা করে দেখা হবে খেলোয়াড়দের মধ্যে এই রোগের প্রভাব কতোটা।

থম্পসন ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইংল্যান্ডের রাগবি দলের হয়ে খেলেছেন। ২০০৩ সালে ব্রিটিশ দলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। কিন্তু গত বছর তার স্মৃতশক্তির অবনতি হয়।
রাগবিকে আরও নিরাপদ খেলার রূপ দিতে তিনি নিজের মস্তিস্ক দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top