সাফের ফাইনালে কি যেতে পারবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ২০:৩৫
মালদ্বীপে ১৩তম সাফ চ্যাম্পিয়নশিপে বড় আশা দেখাচ্ছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতলেই সাফের ফাইনালে জামাল ভূঁইয়ারা। ড্র করলেও হবে না, জিততেই হবে তাদের।
দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক জামাল জানিয়েছিলেন, দেড় যুগের অপেক্ষার অবসান করে এবার শিরোপা জিততে চান। ভালোভাবেই সেই মিশন শুরু হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় ও ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে বড় আশা দেখায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে কিছুটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফাইনালে ওঠার ভাগ্যটা এখন জামাল ভূঁইয়াদের হাতেই।
নেপালকে যে কোনো ব্যবধানে হারালে কোনো হিসাব ছাড়াই শিরোপামঞ্চে পা রাখবে অস্কার ব্রুজোনের দল। একই সমীকরণ ভারতের সামনেও। মালদ্বীপের বিপক্ষে জিতলে তারাও চলে যাবে ফাইনালে। মঙলবার বিকেল ৫টায় মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ জিতলে ৭ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। ভারত জিতলে ৮ পয়েন্ট নিয়ে তারাও চলে যাবে শিরোপামঞ্চে। ভারত-মালদ্বীপ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাংলাদেশ সাফ সাফ ফাইনাল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।