সেঞ্চুরি না পাওয়ায় আক্ষেপ নেই, হৃদয় বললেন ‘শুকরিয়া’
শাকিল খান | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ২০:১৮
অভিষেকে সেঞ্চুরির কাছে গিয়ে আউট হলেও আক্ষেপ নেই বলে জানালেন তরুণ হৃদয়ে। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটারই ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পারেননি। হাফ সেঞ্চুরিই ছিল শুধু নাসির হোসেন ও ফরহাদ রেজার। এখানে তাওহিদ হতে পারতেন দেশে প্রথম।
এর চেয়েও বড় সুযোগ ছিল তার সামনে। পাঁচ নম্বরে খেলতে নেমে পুরো বিশ্বেই কেউ সেঞ্চুরি করতে পারেননি অভিষেকে, তাওহিদ হতেন প্রথম। কেবল ৮ রানের জন্য সেটিওপারেননি । গ্রাহাম হিউমের বলে বোল্ড হন ৮৫ বলে ৯২ রান করে। তার এই ইনিংসটি ছিলো ৮ চার ও ২ ছক্কার ।
সেঞ্চুরি করার আফসোস কি আছে? জবাবে হৃদয় বলেন , ‘আমি শুরুতে আউট হতে পারতাম। যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ। যেটা হয়েছে শুকরিয়া।’ পরে আবারও একই প্রশ্নের জবাবে বলেছেন, ‘এটা হয়তো রিজিকে ছিল। ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ।’
‘আসলেই কোনো আক্ষেপ নেই। অভিষেকে এত রান—সেটিও চিন্তা করি। ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যেন আরও ভালো করে।’
তবে ওয়ানডে অভিষেক তো আর ফিরে আসবে না! তবে সেই ভাবনায় না গিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বললেন, প্রাপ্তিগুলোতেই খুশি তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।