• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ডি ককের

শাকিল খান | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৬

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন আজ। একে একে সবগুলো দল প্রকাশ করছে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম। এ সুবাদে নাম প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকাও। বেশ শক্তিশালী দল নিয়েই ভারত আসবে প্রোটিয়ারা।

প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তবে ভারত বিশ্বকাপ দিয়েই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।

এর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডি কক। এবার ওয়ানডে ছাড়ার ঘোষণা দিলেন। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে এখানেই শেষ হচ্ছে না তার ক্যারিয়ার। টি-টোয়েন্টি চালিয়ে যাবেন সাবেক এই অধিনায়ক।

২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে সাউথ আফ্রিকা ক্রিকেটের উজ্জ্বল এক নাম ডি কক। এই সংস্করণে ১৪০ ম্যাচে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করেছেন তিনি। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সাউথ আফ্রিকার অধিনায়কও ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র‍্যাসি ভ্যান ডের ডুসেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top