রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কোমলমতি শিশুদের নির্মল আনন্দের জন্য গুলশান সোসাইটি কী করলো?

রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৪, ১৭:৩৮

ছবি: সংগৃহীত

ইট-পাথরের এই শহরে অনেকটা খাঁচাবন্দি হয়েই বড় হচ্ছে কোমলমতি শিশুরা। ফলে ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাচ্ছে তারা, যার খারাপ প্রভাব পড়ছে তাদের মনোজগতে। তবে তাদের নির্মল বিনোদন আর মানসিক পরিপক্কতার জন্য দরকার বাইরের আলো-বাতাস, একটুকরো খোলা মাঠ কিংবা কিডস জোন। শিশু যদি আনন্দ নিয়ে ভালোকিছু শিখতে পারে তাহলে তা আর সারাজীবনেও ভোলে না তারা।

কিন্তু ঢাকায় শিশুদের উন্মুক্ত খেলার স্থান প্রয়োজনের ‍তুলনায় খুবই কম। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিশুদের বিনোদনের জন্য রাজধানীতে আয়োজন কিন্তু থেমে নেই। গুলশান সোসাইটির লেক পার্কে শিশুদের খেলার জন্য তৈরি হয়েছে একটি মডেল কিডস।

সেখানে এলে খেলার আনন্দে ব্যস্ত হয়ে পড়ে একদল শিশু। ঘুরতে এসে তাদের মন যেন আনন্দ আর হৈ-হুল্লোড়ে ভরে ওঠে। শহুরে জীবন থেকে এখানে এসে যেন প্রাণ খুঁজে পায় তারা। ছোট বড়দের পদচারণায় মুখরিত হয়ে উঠে রাজধানীর এ শিশুস্বর্গটি।

শিশুদের বায়না পূরণ করতে অনেক বাবা-মা’র বিকেল কাটে এ কিডস জোনে। তাদের বাধ-ভাঙ্গা আনন্দে বাবা-মায়ের মনও যেন আনন্দে নেচে ওঠে। শিশুদের বিনোদনের এমন সুযোগ তৈরি করে প্রশংসায় ভাসছে গুলশান সোসাইটি।

আজকের শিশুরাই ভবিষ্যতের শক্তি হয়ে গড়ে তুলবে এক আলোকময় বিশ্ব। এগিয়ে নিয়ে যাবে সভ্যতা ও সংস্কৃতিকে। শিশু-কিশোরদের শারীরিক মানসিক বিকাশে এমন কিডস জোন অগ্রণী ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top