বাংলাদেশে তৈরি ইংরেজি সিনেমা ‘ডট’ মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১২:২২

বাংলাদেশে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে একটি ইংরেজি ভাষার সিনেমা—নাম ডট। নারী পাচারের মতো ভয়ংকর সামাজিক সমস্যা নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। এটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর।
প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান—তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। তাই কোনো বাংলা ভার্সন না রেখে সিনেমাটি পুরোপুরি ইংরেজিতে নির্মিত হয়েছে।
সিনেমার গল্পে দেখানো হয়েছে—কীভাবে গ্রামের সরল মানুষদের সুযোগ নিয়ে নারী পাচারকারীরা তাদের ফাঁদে ফেলে। একটি পরিবারের জীবন ধ্বংসের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই বৈশ্বিক সমস্যার ভয়াবহতা।
‘ডট’-এ অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলামসহ আরও অনেকে। পুরো শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়—যেখানে নদী আর প্রাকৃতিক সৌন্দর্য গল্পকে দিয়েছে অন্য মাত্রা।
দুই ঘণ্টা আট মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা সামাজিক ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে কতটা সাড়া জাগাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।