রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নির্বাচন কমিশনে ধাক্কাধাক্কি, রুমিন-এনসিপি পাল্টাপাল্টি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৮:২৩

ছবি: সংগৃহীত

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন—১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

রুমিন বলেন—তিনি নিজের কেস নিজেই উপস্থাপন করেছেন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ২০–২৫ জন নিয়ে কমিশনে ঢুকে গুণ্ডামি করেছেন। তিনি আরও অভিযোগ করেন, প্রথমে এনসিপি নেতা আতাউল্লাহ তাঁকে ধাক্কা দেন।

এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পাল্টা অভিযোগ করে বলেছেন—রুমিন ফারহানা আসলে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী।

তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচন কমিশন যদি পরিস্থিতি সামলাতে না পারে, তবে নূরুল হুদা কমিশনের মতো একই পরিণতি হবে।

হাসনাত আরও বলেন, আজকের ঘটনা আসন্ন নির্বাচনের চিত্র স্পষ্ট করে দিয়েছে—যেখানে বিএনপির ভূমিকা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top