রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাভারে ডিবি পরিচয়ে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৬:২২

ছবি: সংগৃহীত

সাভারে ঘটেছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ডিবি পুলিশ পরিচয়ে ঢুকে এক পরিবারকে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালিয়েছে।

শনিবার রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলায় নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডাকাতরা প্রবেশ করে। ১০ থেকে ১২ জন ডাকাত সবাইকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে পাশের কক্ষে আটকে রাখে। ডাকাতির সময় আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করা হয়।

ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকারে আশপাশের লোকজন এসে পরিবারকে উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, ডাকাতদের ধরার চেষ্টা চলছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top