চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া নিয়ে যা বললেন সূর্যকুমার

রাহুল রাজ | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৫, ১৫:২২

ফাইল ফটো

ভারতের চ‌্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি। কিন্তু তাতে দুঃখবোধ নেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। বরং ভালো পারফর্ম করে টিমে ঢুকতে না পারায় তার খারাপ লাগছে বলে অকপটে জানালেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ইডেনে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলছিলেন, ‘বাদ পড়েছি বলে খারাপ লাগবে কেন? আমি তো ভালো খেলিনি। ভালো খেললে তবে না টিমে থাকব। আমার বরং এটা ভেবে খারাপ লাগে যে, পারফর্ম করে টিমে থাকতে পারলাম না। সঙ্গে বলব, যারা টিমে সুযোগ পেয়েছে, তারা প্রত‌্যেকে সুযোগ পাওয়ার যোগ‌্য। তারা পারফর্ম করেছে, করে জায়গা পেয়েছে।’

টি-টোয়েন্টি টিমের নতুন সহ-অধিনায়ক নিয়েও এদিন বাউন্সারের মুখে পড়তে হয় সূর্যকে। আসলে এর আগে টি-টোয়েন্টি টিমের-সহ অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু ইংল‌্যান্ড সিরিজের পূর্বে হঠাৎই তাকে সরিয়ে অক্ষর প‌্যাটেলকে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়। কীভাবে সামলাচ্ছেন সব? টিমে হার্দিকের ভূমিকাই বা কী? তার সঙ্গে সম্পর্কই বা কেমন?

জবাবে সূর্য বলেন, ‘আমার সঙ্গে হার্দিকের সম্পর্ক বরাবরই ভালো। আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলছি। ২০১৮ সালের সেই দিনটার কথা আমার আজও মনে আছে, যেদিন আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছিলাম। তার পর থেকে আমরা একসঙ্গেই খেলছি। আমাদের মধ‌্যে বন্ধুত্বও আছে। আর অধিনায়কত্ব আমার কাছে নিছকই বাড়তি দায়িত্ব মাত্র। আর একটা কথা। হার্দিক কিন্তু লিডারশিপ গ্রুপেরই অংশ। কোনো সমস‌্যা হলে আমরা কথা বলে নিই।’

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। লাহোর, রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের তিনটি ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো। তবে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। টুর্নামেন্টটিতে ‘এ’ গ্রুপে তারা রয়েছে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। আসরের দ্বিতীয় দিনই (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রোহিত-কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top