পুমা’র ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন কোহলি
Nasir Uddin | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

গত আট বছর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমা’র সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বিরাট কোহলি। সেই সংস্থার সঙ্গে আর চুক্তি করতে চান না কোহলি। ১১০ কোটি টাকার আট বছরের চুক্তি শেষে হলেও ভিরাটের সঙ্গে আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল ব্র্যান্ডটি, যার মূল্য ছিল ৩০০ কোটি ভারতীয় রুপি। পুমা আগ্রহী হলেও চুক্তি আর নবায়ন করতে চাননি কোহলি।
খবর, এনডিটিভি’র।
এর আগে, ২০১৭ সালে কোহলি যখন পুমার সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও রাজি হননি তিনি।
গত আট বছর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘পুমা’র বাণিজ্যিক দূত ছিলেন কোহলি। ভারতের বাজারে তিনিই ছিলেন সংস্থার প্রধান মুখ। সেই সম্পর্ক ছিন্ন হচ্ছে।
সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘‘পুমা ইন্ডিয়ার সঙ্গে বিরাট কোহলির দীর্ঘ চুক্তি শেষ। কোহলির সঙ্গে দারুণ কয়েকটা বছর কেটেছে আমাদের। কোহলিকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সংস্থা আগামী প্রজন্মের ভারতীয় ক্রীড়াবিদদের বেছে নেবে বিনিয়োগের জন্য। ভারতের ক্রীড়া সংস্কৃতির সঙ্গেও যুক্ত থাকবে।’’
সূত্রের খবর, কোহলি যুক্ত হতে চলেছেন ভারতীয় সংস্থা অ্যালিগেটরের সঙ্গে। পুমার প্রাক্তন পদস্থ কর্মী অভিষেক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দু’বছর আগে পথ চলা শুরু করে অ্যালিগেটর। বেঙ্গালুরুর এই সংস্থার সঙ্গে নতুন চুক্তি করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, অভিষেকের সংস্থায় বিনিয়োগ করবেন কোহলি। তার বিনিময়ে সংস্থাটি কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’এর ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে এবং তাদের পণ্য দেশ জুড়ে বিপণনের দায়িত্ব নেবে। কোহলির এই পদক্ষেপকে ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতীক হিসাবে দেখা হচ্ছে। খেলাধুলোর পোশাক এবং সরঞ্জাম তৈরির তেমন কোনও দেশীয় সংস্থা এখনও পর্যন্ত গড়ে ওঠেনি, যারা বিশ্ববাজারে লড়াই করতে পারে। বাণিজ্যমহলের একাংশ মনে করছে, কোহলির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই শূন্যস্থান পূরণ করতে পারে অ্যালিগেটর।
বর্তমানে আইপিএলের চলতি মৌসুমে ব্যস্ত রয়েছেন ভিরাট। ৫ ম্যাচে ৩ জয় পেয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে রয়েছে তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।