নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি আজ বিকেলে
স্টাফ রিপোর্টার | ঢাকা | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৫:৪৯
নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।
প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে আট বছর পর ফাইনালে উঠেছে ভারত।
ভারত ও দক্ষিণ আফ্রিকা—দুটি দলই এখনো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। তবে ফাইনালে ভারত এগিয়ে ব্যাটিং শক্তিতে। ২০০৫ ও ২০১৭ সালে ফাইনাল খেলে শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতীয়দের। তাই এবার কোনো ভুল করতে চায় না তারা।
ভারত অধিনায়ক বলেন, “আমরা জানি ফাইনালে হারতে কেমন লাগে। এবার চাই জয়ের স্বাদ নিতে। দিনটি আমাদের জন্য বিশেষ হয়ে উঠবে বলে বিশ্বাস করি। গোটা দেশ আমাদের নিয়ে গর্বিত—তার মান রাখতেই হবে।”
নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে। এছাড়া অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি লাইভ-এ সাবস্ক্রিপশন কিনে মোবাইলেও দেখা যাবে রোমাঞ্চকর এই ফাইনাল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।