অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:৪৬
রবিবার হোবার্টে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের জয়ে ফিরল সিরিজের ভারসাম্য। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৯ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায়। এই জয়ে সিরিজের স্কোর ১-১ সমান হলো।
ভারতের ইনিংসে অভিষেক শর্মা (২৫), শুভমান গিল (১৫), সূর্যকুমার যাদব (২৪) ও তিলক ভার্মা (২৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে চূড়ান্ত জয় নিশ্চিত করেন ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মার অবিচ্ছিন্ন জুটি। সুন্দর ২৩ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ৩টি চার ও ৪টি ছক্কা ছিল। জিতেশ অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রান করে।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩ উইকেট শিকার করেন। এর আগে ব্যাট করতে নেমে অজিরা শুরুতে খারাপ অবস্থায় পড়ে। টিম ডেভিড ৩৮ বলে ৭৪ এবং মার্কাস স্টয়নিস ৩৯ বলে ৬৪ রানের চমৎকার ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানের প্রতিদ্বন্দ্বী সংগ্রহ এনে দেন।
ভারতের বোলিংয়ে আর্শদীপ সিং ৩৫ রানে ৩টি এবং বরুণ চক্রবর্তী ৩৩ রানে ২টি উইকেট নেন।
দুই দল এবার মুখোমুখি হবে আগামী বৃহস্পতিবার গোল্ড কোস্টে সিরিজের চতুর্থ ম্যাচে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।