সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

অ্যাশেজের আগে সাত ম্যাচে লাবুশেনের পাঁচ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৫:৫০

সংগৃহীত

আসন্ন অ্যাশেজে রানের উৎসবে নামতে প্রায় প্রস্তুত অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। কুইন্সল্যান্ডের হয়ে চলতি গ্রীষ্মে সাতটি ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করেছেন লাবুশেন।

আজ সিডনির ক্রিকেট সেন্ট্রালে ওয়ান-ডে কাপে লাবুশেনের ব্যাটে ভর করে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৮৭ রান তুলেছে এবং নিউ সাউথ ওয়েলসকে ৯৬ রানে হারিয়েছে। লাবুশেন ১১১ বলে ১০১ রান করে দলের জয় নিশ্চিত করেন। তাঁর নিখুঁত কাভার ড্রাইভ, সুইপ শট এবং লেগ-স্টাম্পের বাইরের বল খেলার দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে।

লাবুশেন সব সংস্করণ মিলিয়ে শেষ সাত ম্যাচে আট ইনিংসে ৬৭৯ রান সংগ্রহ করেছেন, ব্যাটিং গড় ৮৪.৮৭। ওয়ানডেতে যদিও বর্তমানে জাতীয় দলে নেই, তবে পার্থে ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ওপেনার হিসেবে তাঁর নাম ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে।

টপ-অর্ডারের এই ব্যাটারের ফেরার সঙ্গে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বো ওয়েবস্টারের একাদশে জায়গা নিশ্চিত করতে ব্যাটিং পজিশনে পরিবর্তন আনা হতে পারে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top