মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ইতিহাস গড়ল ভারত! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী বিশ্বকাপ জয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:৪২

সংগৃহীত

অবশেষে খরা কাটল! ২০০৫ ও ২০১৭ সালের আক্ষেপ ঘুচিয়ে নারী ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। রোববার নাভি মুম্বাইয়ের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব সেরার মুকুট পরল হারমনপ্রীত কৌরের দল।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রানের বিশাল পুঁজি গড়ে। ওপেনিং জুটিতে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ১০৪ রান তুলে দারুণ সূচনা করেন। শেফালি ভার্মা খেলেন ৮৭ রানের বিধ্বংসী ইনিংস, আর শেষদিকে ৫৮ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা নেন ৩টি উইকেট।

২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একসময় জয়ের স্বপ্ন দেখছিল প্রোটিয়ারা। অধিনায়ক লরা উলভার্ট দুর্দান্ত সেঞ্চুরি (১০১) করে দলকে টানছিলেন। কিন্তু ৪২তম ওভারে আমানজোত কৌরের এক অবিশ্বাস্য ক্যাচে উলভার্ট ফিরতেই ম্যাচের মোড় ঘুরে যায়। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস, তারা অলআউট হয় ২৪৬ রানে।

ভারতের এই ঐতিহাসিক জয়ের অন্যতম রূপকার স্পিনার দীপ্তি শর্মা, যিনি একাই নেন ৫ উইকেট। ২টি উইকেট পান শেফালি ভার্মা। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ইতিহাস লিখল হারমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় নারী ক্রিকেট দল!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top