মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেড়েছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১১:৪৬

ছবি: বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে সোমবার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

  • ‘এ’ ক্যাটাগরি: আগে ১,২০,০০০ টাকা, এখন ১,৬০,০০০ টাকা।

  • ‘বি’ ক্যাটাগরি: আগে ১,০০,০০০ টাকা, এখন ১,৩৫,০০০ টাকা।

  • ‘সি’ ক্যাটাগরি: আগে ৭০,০০০ টাকা, এখন ৯৫,০০০ টাকা।

  • ‘ডি’ ক্যাটাগরি: আগে ৬০,০০০ টাকা, এখন ৮০,০০০ টাকা।

জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০,০০০ টাকা এবং সহ-অধিনায়কদের জন্য ২০,০০০ টাকা ভাতাও নির্ধারণ করা হয়েছে।

নতুন চুক্তি ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top