মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১২:১২

সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে আয়ারল্যান্ড সিরিজের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকার পর এবার জাতীয় দলের দায়িত্ব পেলেন একসময়ের বিস্ময় বালক।

এর আগে আশরাফুল বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বরিশাল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। এছাড়া নারীদের ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।

আশরাফুল সম্পন্ন করেছেন লেভেল-থ্রি কোচিং কোর্স, যা তাঁকে কোচিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল যোগ্যতা দিয়েছে। সাবেক ক্রিকেটারদের মতে, তাঁর বিশাল অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান বর্তমান ব্যাটারদের জন্য হবে বড় সম্পদ।

বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন,

“১৯৯৭ সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করার পর আশরাফুল (টেস্ট অভিষেকে) সেঞ্চুরি করে দেখিয়েছিল, এই দেশেরও বড় খেলোয়াড় হতে পারে। তার লেভেল-থ্রি কোচিং সার্টিফিকেট আছে, আছে বিশাল অভিজ্ঞতা। সম্ভবত বোর্ড সেটাই বিবেচনা করেছে।”

আরেক পরিচালক আমজাদ হোসেন বলেন,

“এখন আমরা খুঁজেছি কোথায় বাড়তি সাপোর্ট দরকার। ব্যাটিং বিভাগে একজন বিশেষজ্ঞ কোচ প্রয়োজন মনে হয়েছে। তাই আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিশ্বকাপের আগে নতুনভাবে মূল্যায়ন করা হবে।”

তিনি আরও বলেন,

“আশরাফুলের খেলার অভিজ্ঞতা যদি কাজে লাগানো যায়, সেটা দলের জন্য বিশাল প্লাস হবে। আমাদের ব্যাটাররা কৌশলগত জায়গায় অনেক ভুল করেছে। আশরাফুল বড় বড় ইনিংস খেলেছে, বিশেষ করে যখন আমরা ছিলাম আন্ডারডগ দল—ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে তার সেঞ্চারিগুলো আজও অনুপ্রেরণা।”

তবে আশরাফুলের পারফরম্যান্স নিয়ে এখনই মন্তব্য করতে চান না বিসিবির আরেক পরিচালক ও সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি বলেন,

“একজনকে নেওয়া মানেই যে সে সফল হবে, তা আগে থেকে বলা যায় না। সে এখন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে আসছে, দেখা যাক কীভাবে কাজ করে। আপাতত এক সিরিজের জন্য চুক্তি করা হয়েছে, এখনই বাড়তি মন্তব্য করা কঠিন।”

এছাড়া সম্প্রতি রাজ্জাক হয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর। এ প্রসঙ্গে তিনি বলেন,

“এই দায়িত্বটা হস্তক্ষেপ নয়। যেহেতু আমার আর পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, কোনো ক্রিকেট-সংক্রান্ত বিষয়ে ইনপুট দেওয়া বা পরামর্শ দেওয়া হতে পারে। এটা সহযোগিতা, হস্তক্ষেপ নয়।”

সব মিলিয়ে, মোহাম্মদ আশরাফুলের জাতীয় দলে ফেরাটা এবার নতুন ভূমিকায়। একসময় ব্যাট হাতে যে আশরাফুল বাংলাদেশকে পরিচিত করিয়েছিলেন ক্রিকেটের বিশ্বমঞ্চে, এবার তিনিই সেই দলের ব্যাটারদের শেখাবেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লড়াই।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top