মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

রোনালদোর দাবি “মেসি আমার চেয়ে ভালো? একমত নই”

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

ছবি: সংগৃহীত

গত ১৫ বছর ধরে ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিতর্ক লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা?
যদিও দুজনই সর্বকালের সেরাদের কাতারে, তবু শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায়, সেই প্রশ্ন আজও থামেনি।

ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগান–এর ইউটিউব শো “আনসেন্সরড উইথ রোনালদো”-তে অংশ নিয়ে সেই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মরগানের প্রশ্ন ছিল, “মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী ভাবেন?”
উত্তরে ৪০ বছর বয়সী রোনালদো আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন—

“মেসি আমার চেয়ে ভালো? আমি এর সঙ্গে একমত নই। এক্ষেত্রে আমি বিনয়ী হতে চাই না।”

রোনালদোর এমন মন্তব্যের পেছনে রয়েছে তার দারুণ সাফল্যের ইতিহাস।
ক্যারিয়ারে তিনি ছুঁয়েছেন ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক, জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ব্যালন ডি’অর, এবং পর্তুগালের হয়ে ইউরো ২০১৬ ও উয়েফা নেশন্স লিগের শিরোপা।
এছাড়া আন্তর্জাতিক ফুটবলে তার ১৪৩ গোল এখনো বিশ্বরেকর্ড।

অন্যদিকে, লিওনেল মেসিও পিছিয়ে নেই।
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা ৩৬ বছরের খরা ভেঙে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, সঙ্গে দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা।
ক্লাব পর্যায়ে ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা জেতানো ছাড়াও তিনি লা লিগার সর্বোচ্চ ৪৭৪ গোলের রেকর্ডধারী এবং ৮টি ব্যালন ডি’অর জয়ী— যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

সম্প্রতি রোনালদোকে নিয়ে আরেকটি আলোচনার বিষয়, ক্রীড়া ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার হিসেবে তার স্বীকৃতি। তবে এই উপাধি নিয়েও তার আপত্তি—

“আমি বিলিয়নিয়ার হয়েছি অনেক আগেই,” বললেন সিআর সেভেন।

সাক্ষাৎকারে উঠে এসেছে আরও ব্যক্তিগত প্রসঙ্গ—
চল্লিশের পর বিয়ের পরিকল্পনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়া জার্সি (যাতে লেখা ছিল ‘Play for Peace’), এমনকি সতীর্থ দিয়েগো জোতার শেষকৃত্যে অনুপস্থিত থাকা নিয়েও কথা বলেছেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top