রোনালদো: “বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন নয়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৩:৫২
কাতার বিশ্বকাপটি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এক বিস্মরণীয় স্মৃতি। প্রথম একাদশে বাদ পড়া এই পর্তুগিজ স্ট্রাইকার কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিলেন। বদলি হিসেবে নেমেও দলের হার ঠেকাতে না পারায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। অন্যদিকে, লিওনেল মেসি নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় এনে দেন। অনেকের কাছে এই আসর “মেসি বনাম রোনালদো” বিতর্কের সমাপ্তি হিসেবে ধরা হয়।
কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনালদো ইনস্টাগ্রামে লিখেছিলেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন। তবে এবার পিয়ার্স মরগানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্টো কথা জানিয়েছেন। রোনালদো বলেছেন, বিশ্বকাপ জেতা তার জন্য আর কোনো স্বপ্ন নয়।
তিনি বলেন,
"আমি বলব, বিশ্বকাপ জেতা আমার জন্য কোনো ‘স্বপ্ন’ নয়। একটি মাত্র টুর্নামেন্ট দিয়ে কি একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব মাপা যায়? এটা কি প্রমাণ করার জন্য যে আমি ইতিহাসের সেরাদের একজন? ছয়, সাত ম্যাচ জিতে—আপনি কি মনে করেন এটা ন্যায্য?"
এছাড়া রোনালদো বলেন, তিনি লিওনেল মেসিকে নিজের চেয়ে সেরা মনে করেন না। তিনি সতর্ক করেন, বিশ্বকাপ জিতলেই শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না।
পর্তুগালের কিংবদন্তি এই মুহূর্তে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড ও ট্রফি জয়ের পরও বিশ্বকাপে সেই আধিপত্য দেখাতে পারেননি রোনালদো। পর্তুগালও এখনও তাদের প্রথম বিশ্বকাপ শিরোপার অপেক্ষায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।