বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

পাঁচ বছরের জন্য আবারও ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানায় শাকিব খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:০০

সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরেও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান ও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস।

বিপিএলের গত আসরেই প্রথমবার দলের মালিকানায় যুক্ত হয়েছিলেন শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শিরোপা জিততে না পারলেও, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ও তার আগ্রহ ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছিল।

দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী আসরে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত থাকবে। এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা যাচ্ছে।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

গত আসরে সাতটি দল অংশ নিলেও এবার দল কমে পাঁচটিতে দাঁড়িয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top