বাংলাদেশের বিপক্ষে ছেত্রীহীন ভারত দল ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৮
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে দল ঘোষণায় বড় চমক দিয়েছেন কোচ খালিদ জামিল—দলে নেই দেশের তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী।
বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এআইএফএফ জানায়, ভারতের সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৩ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন। দলটি ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর ঢাকা রওনা হবে।
গত মার্চে শিলংয়ে বাংলাদেশ ম্যাচ দিয়েই অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। তবে জামিলের অধীনে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় এবার সম্ভাব্যদের তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা।
ছেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বেঙ্গালুরু এফসি’র কোচ জেরার্ড সারাগোসা বলেন, ‘ছেত্রী কি গত মৌসুমে বেঙ্গালুরুর হয়ে একক স্ট্রাইকার হিসেবে খেলেছিল? যদি না হয়ে থাকে, তাহলে জাতীয় দলে তাকে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলালে কীভাবে সে নিজের কাজ করতে পারবে?’
অন্যদিকে প্রধান কোচ খালিদ জামিল জানিয়েছেন, টুর্নামেন্ট থেকে ভারতের আগাম বিদায়ের পর এবার তিনি নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চান। দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ সানানসহ কয়েকজন নতুন মুখ।
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
দুই ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘সি’-এর তলানিতে অবস্থান করছে ব্লু টাইগাররা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।