বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

হালান্ড-ফোডেনের তাণ্ডবে ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানসিটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:১৯

সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আবারও ত্রাস হয়ে ফিরলেন আর্লিং হালান্ড! তবে এই রাতে তার থেকেও বেশি আলো ছড়ালেন ইংলিশ তারকা ফিল ফোডেন।

পেপ গার্দিওলার দল দুর্দান্ত ফুটবলে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে। ম্যাচের শুরু থেকেই সিটির নিয়ন্ত্রণে ছিল খেলা। ২২ মিনিটে তিয়ানি রেইন্ডার্সের পাস থেকে বাঁ পায়ে দারুণ শটে দলকে এগিয়ে নেন ফোডেন।

মাত্র সাত মিনিট পরই স্কোরলাইন ২-০ করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। জেরেমি ডকুর নিখুঁত পাস থেকে বক্সের ভেতর ঠাণ্ডা মাথায় গোলটি করেন তিনি। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ১৭ ম্যাচে ২৭তম গোল।

৫৭ মিনিটে আবারও জ্বলে ওঠেন ফোডেন। রেইজন্ডার্সের পাস নিয়েই বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে বল পাঠিয়ে জোড়া গোল নিশ্চিত করেন তিনি। এরপর ৭২ মিনিটে ফ্রি-কিক থেকে ডর্টমুন্ডের ভল্ডেমার আন্তন একটি গোল শোধ করলেও খুব বেশি লাভ হয়নি।

যোগ করা সময়ে রায়ান চেরকি গোল করে ম্যানচেস্টার সিটির ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন। এই জয়ে সিটি ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top