টি-টোয়েন্টিতে মালেয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৩
টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। মাত্র ২৬ বছর বয়সে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৩০০০ রান ও ১০০ উইকেটের অনন্য ডাবল মাইলফলক।
আজ কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে মাঠে নেমে তিন ব্যাটারকে আউট করে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে জুলাইয়ে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলেই তিনি স্পর্শ করেছিলেন ৩ হাজার রানের মাইলফলক।
আজকের ম্যাচে ব্যাট হাতে ২৩ রান এবং বোলিংয়ে ৪ উইকেট নেন বীরানদীপ। ফলে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান এখন ৩১০৬ এবং উইকেট ১০২। এই কীর্তি তাকে টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে আলাদা করে তুলেছে।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা তার পথ অনুসরণ করছেন; তার নামের পাশে বর্তমানে ২৮৪৬ রান ও ১০২ উইকেট রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।