বার্সেলোনা ১০ জনে পড়ে চেলসির কাছে ৩-০ পরাজয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৭
মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ম্যাচে চেলসি দাপুটে খেলায় বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে। ম্যাচের শুরুতেই বার্সেলোনা আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে, এরপর রোনাল্দ আরাউহোর লাল কার্ডে ১০ জনে মাঠে নামতে হয় কাতালান ক্লাবটিকে।
প্রথমার্ধে চেলসি পুরোপুরি আক্রমণ চালিয়ে বার্সেলোনাকে কোণঠাসা রাখে। ভাগ্যের সহায়তায় ২৭ মিনিটে কুন্দের আত্মঘাতী গোলে প্রথম গোল পায় ইংলিশ দল। দ্বিতীয়ার্ধে ডান দিক থেকে বক্সে ঢুকে এস্তেভাও দ্বিতীয় গোল করেন। ৭৩ মিনিটে লিয়াম ডেলাপ চেলসির পক্ষ থেকে তৃতীয় গোল নিশ্চিত করেন।
চেলসির আক্রমণ ছিল ধারাবাহিক। ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সেলোনা মাত্র পাঁচ শট নেয়ার মধ্যে দুইটি লক্ষ্যভেদ করতে পারে।
গ্রুপ পর্বে চেলসি এখন পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। সমান ম্যাচে দ্বিতীয় হারের পর বার্সেলোনা নামল ১৫ নম্বরে, পয়েন্ট ৭।
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক আগামী শনিবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ঘরোয়া লিগ ম্যাচে দলের মনোবল ফেরানোর চেষ্টা করবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।