বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিক নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৯:১৫

সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষপ্রান্তে অবস্থিত ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা শ্রমিক সাব্বির রহমান ঘটনাস্থলেই মারা যান। নিহত সাব্বির পাবনা সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে এলাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা পরিচালনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top