রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ২৩:০১

ছবি: সংগৃহীত

 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কেন বাংলাদেশকে বাদ দেওয়া হলো এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার কারণ কী, সে ব্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে তাদের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তারপর তিন সপ্তাহ ধরে আইসিসি ও বিসিবির মধ্যে চিঠি চালাচালি হয়েছে এই ইস্যুতে।

 নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর আইসিসি বাংলাদেশের শঙ্কা উড়িয়ে দিয়ে জানায়, তাদের দাবির প্রেক্ষিতে এখন ভেন্যু পরিবর্তন অসম্ভব। তবুও বাংলাদেশ তাদের আগের অবস্থানে অনড় থেকে টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দেয়। শেষ চেষ্টা হিসেবে তারা বিরোধ নিষ্পত্তি কমিটির হস্তক্ষেপ চেয়েছিল। কিন্তু তাদের আপিল খারিজ হয়। তারপরই আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিল আইসিসি।

 বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ভারতে নির্ধারিত ম্যাচগুলো আয়োজনের বিষয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে আইসিসির একটি দীর্ঘ প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক উপায়ে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা চালিয়েছে।

 বাংলাদেশকে বারবার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা জানিয়েছে আইসিসি, এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উল্লেখিত উদ্বেগগুলো পর্যালোচনা করেছে এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন গ্রহণ ও বিবেচনা করেছে। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের ব্যবস্থা এবং ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকল সংবলিত বিস্তারিত নিরাপত্তা ও অপারেশনাল পরিকল্পনা শেয়ার করেছে। আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনা চলাকালীনসহ বিভিন্ন পর্যায়ে এই নিশ্চয়তাগুলো বারবার প্রদান করা হয়েছিল।

 তারা আরও বলেছে, আইসিসির মূল্যায়ন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই ফলাফলগুলোর আলোকে ও সামগ্রিক প্রভাবগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আইসিসি নির্ধারণ করেছে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা সমীচীন নয়। আইসিসি টুর্নামেন্টের সূচির অখণ্ডতা ও পবিত্রতা রক্ষা করা, অংশগ্রহণকারী সব দল ও ভক্তদের স্বার্থ রক্ষা করা এবং আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও ন্যায্যতা নষ্ট করতে পারে এমন কোনো নজির স্থাপন এড়ানোর গুরুত্বও উল্লেখ করেছে।

 বাংলাদেশকে গত ২১ জানুয়ারি শেষবারের মতো ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তাদের বিকল্প দল বাছাই প্রক্রিয়া শুরু করে তারা, বুধবারের বৈঠকের পর আইবিসি বোর্ড বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে অনুরোধ করেছিল যে, বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে কি না। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায়, আইসিসি তার প্রতিষ্ঠিত গভর্ন্যান্স এবং কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল বাছাই করার কার্যক্রম শুরু করে।

 স্কটল্যান্ডকে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা, মূলত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র ্যাংকিংয়ে সবার উপরে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা ইতোমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে।  

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top