সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়ে সন্দেহ, বিসিবিকে সতর্ক করলেন তামিম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৪
এক বছর ধরে নির্বাসিত সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর সাকিব প্রসঙ্গ সামনে আসলেও, বিষয়টি আদৌ আন্তরিক উদ্যোগ নাকি আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা—সে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ইউটিউবভিত্তিক পডকাস্ট ‘সিম্পলি সাঈদ’-এ এক আলাপে তামিম বলেন, বিসিবি যদি সত্যিই সাকিবকে ফেরাতে চায়, তাহলে তা করে দেখানো উচিত। অন্যথায় তার সম্মান নিয়ে টানাটানি করা অনুচিত।
তামিম বলেন, “আমার কাছে মনে হয় সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসম্যান। যদি বোর্ড বা সরকার সত্যিই তাকে ফেরাতে চায়, তাহলে সেটা করুক। কিন্তু অন্য কিছু ঢাকার জন্য তার নাম ব্যবহার করা ঠিক না।”
২০২৪ সালের অক্টোবর থেকে জাতীয় দলের হয়ে খেলছেন না সাকিব আল হাসান। একাধিকবার চেষ্টা করেও দেশে ফেরার সুযোগ পাননি তিনি। সরকারের দিক থেকেও তার ওপর গোপন নিষেধাজ্ঞা ছিল বলে আলোচনায় আসে। এখন হঠাৎ করে পরিস্থিতি বদলের ইঙ্গিত আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সরকারের সবুজ সংকেত পেলে সাকিবকে দলে ফেরানো উচিত বলেও মন্তব্য করেন তামিম। তবে তিনি সতর্ক করে বলেন, “যদি আইওয়াশ করার চেষ্টা করা হয়, তাহলে সেটা করা উচিত না। রাজনীতি বাদ দিলে ক্রিকেটার হিসেবে সে সম্মান পাওয়ার যোগ্য।”
একই আলোচনায় বর্তমান বোর্ডকে অবৈধ বলেও মন্তব্য করেন তামিম ইকবাল। তার ভাষ্য, বোর্ডের নির্বাচন ও কার্যক্রম নিয়ে তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।