১ অক্টোবর থেকে বন্ধ সব অবৈধ হ্যান্ডসেট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ২০:১৭
শুক্রবার (১ অক্টোবর) থেকে বিচ্ছিন্ন করা হবে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত অবৈধ সব হ্যান্ডসেটের সংযোগ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিটিআরসি’র বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগ করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত/আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে নিয়ন্ত্রণ কমিশন বলেছে, কোনো বিক্রেতা অবৈধ হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের দাম ফেরত দিতে হবে। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন/আমদানি/বেচাকেনা করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বিটিআরসি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।